
'আমার দেশ' পত্রিকায় দাবি করা- আবু সাইদের পোস্টমর্টেম বদলিয়ে এসপি আবু বকরের পদন্নোতি পাওয়ার তথ্যটি গুজব
আমার দেশ পত্রিকায় প্রকাশিত দাবি অনুযায়ী, আবু সাঈদের পোস্টমর্টেম রিপোর্ট বদলিয়ে এসপি আবু বক্কর সিদ্দিক পদোন্নতি পেয়েছেন। কিন্তু খোঁজ টিমের অনুসন্ধানে দেখা যায়, আবু বক্কর সিদ্দিকের পদোন্নতি হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে, আর আবু সাঈদের মৃত্যু ঘটে ২০২৪ সালের জুলাইয়ে। ফলে এই দাবি মিথ্যা।