
নুরুল হক নুরের বাড়িতে সেনাবাহিনী অভিযানের দাবিতে প্রচারিত ভিডিও আসলে বহু পুরোনো
নুরুল হক নুরের বাড়িতে সেনাবাহিনী অভিযানের দাবিতে প্রচারিত ভিডিও আসলে বহু পুরোনো
দাবি: নুরুল হক নুরের বাসায় ডিবি ও সেনাবাহিনী অভিযান চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করেছে
দাবি
গত শুক্রবার রাতে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আহত হন। তিনি অভিযোগ করেছেন, ওই সময় সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা তাকে প্রহার করেছেন। ঘটনার অল্প সময় পরেই ফেসবুকে ছড়িয়ে পড়ে একটি ভিডিও। সেখানে বলা হয়, নুরের বাসায় সেনা ও ডিবি অভিযান চালিয়েছে এবং কোটি কোটি টাকা উদ্ধার করেছে।
কিন্তু খোঁজের অনুসন্ধানে স্পষ্ট হয়, প্রচারিত ভিডিওটি নুরের বাসার নয়, বরং অন্তত পাঁচ বছর আগের একটি ভিন্ন ঘটনার ফুটেজ। এটি আসলে ২০২০ সালের ফেব্রুয়ারির ক্যাসিনো কেলেঙ্কারির সময় পুরান ঢাকার নারিন্দায় এনু ও রূপন নামে দুই ভাইয়ের বাড়িতে র্যাবের অভিযান চালানোর দৃশ্য। সেই অভিযানে প্রচুর নগদ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছিল।
ফেসবুকে ছড়ানো ভিডিওগুলোর কিছু উদাহরণ দেখা যাবে এখানে [1] এবং এখানে [2]।
ভিডিওর উৎস শনাক্ত
ভাইরাল ভিডিওটির কিছু অংশ নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে সেটি সময় টিভির পুরোনো একটি প্রতিবেদনের সঙ্গে মিলে যায়।
২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি সময় টিভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত সেই প্রতিবেদনে [3] জানানো হয়, ক্যাসিনো কেলেঙ্কারির ঘটনায় গ্রেপ্তার হওয়া সহোদর এনামুল হক ভূঁইয়া এনু এবং তার ভাই রূপনের বাসায় অভিযান চালায় র্যাব। ওই সময় তাদের বাড়ি থেকে উদ্ধার করা হয় নগদ ২৬ কোটি ৫৫ লাখ টাকা, প্রায় এক কেজি স্বর্ণ, বিভিন্ন দেশের মুদ্রা এবং ৫ কোটি ১৫ লাখ টাকার এফডিআর।
একই দিনের আরেক প্রতিবেদন
সময় টিভির আরেকটি ভিডিও প্রতিবেদনেও [4] দেখা যায়, ভাইরাল হওয়া ফুটেজটি নুরুল হক নুরের বাড়ির নয়, বরং পুরান ঢাকার সেই একই অভিযানের দৃশ্য।
ভিডিওতে যাকে দেখা গেছে
ফুটেজটিতে র্যাবের অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করা সারোয়ার আলমকেও দেখা যায় [5]। বর্তমানে তিনি সিলেটের জেলা প্রশাসক হলেও, সাম্প্রতিক সময়ে নুরের বাড়িতে এমন কোনো অভিযানে তিনি অংশ নেননি।
তথ্য যাচাইয়ে জানা যায়, সারোয়ার আলম ২০২০ সালে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন এবং তিনি এনু–রূপনের বাসায় পরিচালিত অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন [6]।
সাম্প্রতিক কোনো অভিযান নয়
নুরুল হক নুরের বাড়িতে সেনাবাহিনী বা ডিবি অভিযান চালানোর ব্যাপারে পুলিশের বা সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। দেশের মূলধারার কোনো সংবাদমাধ্যমও এই দাবির সত্যতা নিশ্চিত করেনি।
উল্লেখ্য, ২০১৯ সালেই প্রথম ক্যাসিনো বিরোধী অভিযানের অংশ হিসেবে র্যাব এনামুল হক ভূঁইয়া এনু, তার ভাই রূপন ভূঁইয়া এবং তাদের সহযোগীদের বাসায় অভিযান চালায়।
সারসংক্ষেপ
সব দিক বিবেচনায় দেখা যায়, ফেসবুকে ছড়ানো ভিডিও এবং দাবিগুলো বিভ্রান্তিকর। নুরুল হক নুরের বাড়িতে কোনো সেনা বা ডিবি অভিযান চালানো হয়নি। ভিডিওটি ২০২০ সালের পুরান ঢাকার ক্যাসিনো অভিযানের পুরোনো ফুটেজ।