
ভাইরাল ভিডিওটি বাংলাদেশের নয়, আলজেরিয়ার আনাবা বন্দরের দৃশ্য
ভাইরাল ভিডিওটি বাংলাদেশের নয়, আলজেরিয়ার আনাবা বন্দরের দৃশ্য
দাবি: ভিডিওটি বাংলাদেশের নৌবন্দর বলে দাবি করে প্রচার
দাবি
সাম্প্রতিক সময়ে ‘This is Bangladesh. Where is Greta?’ ক্যাপশনসহ একটি ভিডিও একাধিক ভারতীয় এক্স হ্যান্ডেল থেকে ছড়ানো হয়েছে। ভিডিওতে বলা হচ্ছে, এটি নাকি বাংলাদেশের দূষিত ও আবর্জনায় ভরা বন্দরের দৃশ্য।
ভিডিওটি দেখতে পারেন: এখানে, এখানে।
ফ্যাক্টচেক
খোঁজ টিমের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে যে ভাইরাল ভিডিওটির সঙ্গে বাংলাদেশের কোনো নৌবন্দরের সম্পর্ক নেই। ভিডিওটির রিভার্স ইমেজ সার্চ করে আলজেরিয়ার স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনের সঙ্গে মিলে যায়। সেই প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ আছে, এটি আলজেরিয়ার আনাবা বন্দরের দূষণের দৃশ্য।
এছাড়া, বাংলাদেশের সাম্প্রতিক কোনো সংবাদমাধ্যমে এ ধরনের দৃশ্যের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়নি।
সিদ্ধান্ত
অতএব, ভাইরাল ভিডিওটি বাংলাদেশের নয়। এটি আলজেরিয়ার আনাবা বন্দরের ভিডিও, আর বাংলাদেশের বন্দর বলে প্রচারিত দাবি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Khoj এর বিশ্লেষণ