
তাসনিম জারার বাড়িতে ২৬ কোটি টাকা উদ্ধারের প্রচারিত ভিডিও ভুয়া — পুরোনো ফুটেজ জোড়া দিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়েছে
তাসনিম জারার বাড়িতে ২৬ কোটি টাকা উদ্ধারের প্রচারিত ভিডিও ভুয়া — পুরোনো ফুটেজ জোড়া দিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়েছে
দাবি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক তাসনিম জারার বাড়ি থেকে সেনাবাহিনী নাকি বিপুল অর্থ উদ্ধার করেছে
দাবি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক তাসনিম জারার বাড়ি থেকে সেনাবাহিনী নাকি বিপুল অর্থ উদ্ধার করেছে—এমন একটি ভিডিও ২০২৫ সালের আগস্টের শেষদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দাবি করা হয়, তার বাসা থেকে ২৬ কোটি টাকা পাওয়া গেছে। ফেসবুক ও ইউটিউব উভয় প্ল্যাটফর্মে বিভিন্ন ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে দাবি জোরালো করার চেষ্টা করেন।
ভিডিও-সংবলিত কিছু পোস্ট দেখা যায় এখানে:
[1] https://www.facebook.com/watch/?v=1091955642514074
[2] https://www.facebook.com/banladesachatraliga.427044/videos/1292160139357356/
[3] https://www.youtube.com/watch?v=qdSCpgcEmxI
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিম ভিডিওটি পরীক্ষা করে দেখতে পায়, সেনাবাহিনী সাম্প্রতিক সময়ে তাসনিম জারার বাসায় কোনো অভিযান চালায়নি এবং সেখানে ২৬ কোটি টাকা উদ্ধারের ঘটনাও ঘটেনি। বরং ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন স্থানে পরিচালিত পুরোনো অভিযানের ভিডিও একত্র করে বিভ্রান্তিকর এ ভিডিওটি বানানো হয়েছে।
প্রথম পর্যায়ে ভিডিওটির কয়েকটি কী-ফ্রেম রিভার্স সার্চ করলে ২০২৪ সালের ১৩ আগস্ট প্রকাশিত একটি পুরোনো ভিডিও মেলে। ভিডিওটি দেশীয় সংবাদমাধ্যম Barta24-এর ইউটিউব চ্যানেলে "গণভবন থেকে লুট করা টাকা উদ্ধার করলো সেনাবাহিনী" শিরোনামে প্রকাশিত হয়েছিল। সেই ভিডিওর দৃশ্যের সঙ্গে ভাইরাল ভিডিওটির অংশবিশেষের মিল পাওয়া যায়।
এছাড়াও, ২০২৪ সালের ৪ নভেম্বর যমুনা টিভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত সেনাবাহিনীর আরেকটি অভিযানের ভিডিও থেকেও ফুটেজ ব্যবহার করা হয়েছে। ভিডিও তুলনায় রিউমর স্ক্যানার স্পষ্টভাবে দেখতে পায় যে, সম্প্রতি ভাইরাল ভিডিওটি আসলে পুরোনো একাধিক ফুটেজ জুড়ে বানানো।
[4] https://www.youtube.com/watch?v=FI9OX1cIObY
ভুয়া দাবি বনাম আসল তথ্য
২৬ কোটি টাকা উদ্ধারের ঘটনাটি সত্য হলেও সেটি অন্য এক প্রেক্ষাপটের সঙ্গে যুক্ত। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী (আরটিভি ও বিডিনিউজ২৪), ২০১৯ সালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ক্যাসিনো কেলেঙ্কারির সাথে জড়িত গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের সাবেক নেতা এনামুল হক এনু এবং তার ভাই রুপন ভূঁইয়ার পুরান ঢাকার বাসা থেকে বিপুল অর্থ ও সম্পদ জব্দ করে। সেসময় উদ্ধার করা হয়েছিল নগদ ২৬ কোটি ৫৫ লাখ ৬০০ টাকা, সাড়ে ৫ কোটি টাকার এফডিআর, প্রায় এক কেজি স্বর্ণালঙ্কার এবং প্রচুর বৈদেশিক মুদ্রা।
[5] https://archive.ph/LgmWj
[6] https://bangla.bdnews24.com/bangladesh/article1727428.bdnews
এনসিপি নেত্রী তাসনিম জারার নাম কোনো গণমাধ্যমে ওই ঘটনার সঙ্গে আসেনি। যদি তার বাড়িতে সত্যিই সেনাবাহিনী অভিযান চালাতো, তবে সেটি বড় খবর হিসেবে সংবাদপত্র, টেলিভিশন এবং অনলাইন পোর্টালে প্রকাশিত হতো। কিন্তু কোনো বিশ্বস্ত সূত্রে তার সঙ্গে জড়িত অভিযানের তথ্য পাওয়া যায়নি।
উপসংহার
এনসিপি'র জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তাসনিম জারার বাড়িতে সেনাবাহিনী অভিযান চালিয়ে ২৬ কোটি টাকা উদ্ধার করেছে—এই দাবি সম্পূর্ণ ভুয়া। বিভ্রান্তিকর ভিডিওটি আসলে পুরোনো কয়েকটি অভিযানের দৃশ্য একত্র করে তৈরি করা হয়েছে।
📅 তারিখ: ৩০ আগস্ট ২০২৫