
খোঁজ, বাংলা ভাষার প্রথম এআই-চালিত ফ্যাক্টচেকারের অভিনব যাত্রা
আজকের এই প্রযুক্তির যুগে চারপাশে তথ্যের স্রোত বয়ে চলেছে। কিন্তু তার ভেতরে আসলটা কোথায়, মিথ্যাটা কোথায়, সে পার্থক্য করা কি সহজ? ফেসবুকের নিউজ ফিড, হোয়াটসঅ্যাপ-টেলিগ্রামের গ্রুপ চ্যাট, কিংবা নিউজ অ্যাপ। সব জায়গায় মিথ্যা খবর, গুজব আর অর্ধসত্য ভেসে বেড়ায়।
খোঁজ টিম
১৫ সেপ্টেম্বর, ২০২৫