
কী কী আছে এই খোঁজ-এ?
আজকের এই প্রযুক্তির যুগে চারপাশে তথ্যের অবিরাম স্রোত। কিন্তু সেই স্রোতের ভেতরে আসল তথ্য আর অসত্য আলাদা করা কি এত সহজ? ফেসবুকের নিউজফিড, হোয়াটসঅ্যাপ-টেলিগ্রামের গ্রুপ চ্যাট কিংবা বিভিন্ন নিউজ অ্যাপ—সবখানেই ভেসে বেড়ায় অসত্য খবর, গুজব আর অর্ধসত্য।
সাগর চন্দ্র দে
২৭ সেপ্টেম্বর, ২০২৫





